এবার করোনার থাবা লালবাজারেও(Lalbazar) । করোনা আক্রান্ত কলকাতা পুলিশের(Kolkata Police) ৫০ জন পুলিশ কর্মী । পুলিশ সূত্রে খবর, সংক্রমিতদের মধ্যে রয়েছেন যুগ্ম কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার পর্যায়ের দুই অফিসার ।
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । রাজনীতিবিদ থেকে শুরু করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, করোনার প্রকোপ থেকে রেহাই পাচ্ছে না কেউই । এবার কলকাতা পুলিশেও একসঙ্গে ৫০ জন পুলিশ কর্মী আক্রান্ত হওয়ায় উদ্বেগ আরও বাড়ল । সংক্রমিতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন পুলিশ কর্তারা । আপাতত অন্য পুলিশ কর্মীদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলেছে লালবাজার ।
আরও পড়ুন, Lockdown: রাজ্যে কি আংশিক লকডাউন? রবিবারই ঘোষণা করতে পারে নবান্ন
এদিকে, করোনা পরিস্থিতি নিয়্ন্ত্রণে সোমবার থেকে ফের কড়া বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার । রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিলেন আপাতত স্কুল-কলেজ বন্ধ থাকবে । সরকারি-বেসরকারি অফিস চলবে ৫০ শতাংশ কর্মী নিয়ে । বন্ধ থাকবে জিম, স্পা, সেলুন । সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত করা যাবে না । অন্যদিকে, সন্ধে ৭টা পর্যন্ত চালু থাকবে লোকাল ট্রেনের পরিষেবা ।