স্টিংয়ের গুঁতো। আর তার জেরে সন্দেশখালি আরও ব্যাকফুটে বিজেপি। এর মধ্যেই এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র এবং সন্দেশখালির বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে। পাশাপাশি থানায় সমন করা হয়েছে আর এক বিজেপি নেত্রী পিয়ালি দাসকে।
এই ঘটনার মধ্যেই বৃহস্পতিবার বসিরহাট কেন্দ্রে মনোনয়ন জমা দিয়েছেন রেখা পাত্র। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিনও তাঁর হুঙ্কার সন্দেশখালি নিয়ে মিথ্যা প্রচার করেও বসিরহাটে বিজেপিকে হারাতে পারবে না তৃণমূল। উল্টে তাঁর দাবি, ভোটের পর সন্দেশখালি নিয়ে আসল তথ্য জানতে পারবে রাজ্যের মানুষ।
সন্দেশখালি নিয়ে তিনটি ভাইরাল ভিডিও সামনে এসেছে। গঙ্গাধরের মুখে শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। পরবর্তী দুটি ভিডিওতে সন্দেশখালির মহিলারা কার্যত স্বীকার করেছেন, তাঁদের ভুল বুঝিয়ে থানায় অভিযোগ দায়ের করানো হয়েছিল। এমনকী তাঁদের অভিযোগ দায়ের করতে চাপ দেওয়া হয়েছিল বিজেপির তরফে।