GTA নিয়োগ দুর্নীতিতে এই প্রথম FIR দায়ের করল রাজ্য সরকার। রাজ্যের দায়ের করা ওই মামলায় নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। বুধবার ওই FIR দায়ের করা হয় বিধাননগর উত্তর থানায়।
বুধবার দায়ের করা ওই FIR-এ পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য এবং GTA নেতা বিনয় তামাং সহ মোট সাত আটজনের নাম রয়েছে। মঙ্গলবারই এই মামলার CBI তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
GTA-র অধীনে বিভিন্ন স্কুলে শিক্ষক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে ২০২২ সালে। অভিযোগ, GTA-র প্রশাসনিক বোর্ড থাকাকালীন অনৈতিকভাবে ৫০০ জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে। এবং এর পিছনে ছিলেন অনীত থাপা এবং বিনয় তামাং।