পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধূপ কারখানায় ভয়াবহ আগুন । জানা গিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে আগুন লাগে ওই কারখানায় । ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন । শেষ পাওয়া খবর অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি । ওই কারখানায় প্রায় ১০০ শ্রমিক কাজ করেন । তবে হতাহতের খবর পাওয়া যায়নি । এই ঘটনায় ৩৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । পুড়েছে আটটি গাড়িও ।
মঙ্গলবার রাত তখন প্রায় আড়াইটে । হঠাৎ কালো ধোঁয়া নজরে আসে নিরাপত্তারক্ষীদের । কারখানার সামনে গিয়ে দেখেন, দাউ দাউ করে জ্বলছে কারখানা । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন । কিন্তু, তারপরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না । পরে নিয়ে আসা হয় পাঁচটি মোটর পাম্প। সেই পাম্প দিয়ে পুকুরের জল তুলে আগুন নেভানোর কাজ শুরু হয়। সকাল পর্যন্ত এখনও পুরো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে ।
কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি । তবে, আগুনের জেরে প্রচুরআর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে । যার জেরে মাথায় হাত পড়ে গিয়েছে কারখানার মালিক ও শ্রমিকদের ।