ট্যাংরার (Tangra Fire) প্লাস্টিকের কারখানায় আগুন (Tangra Plastic godown fire) । সোমবার সকালে তিলখানার কাছে ওই কারখানায় আগুন লাগে । সেখানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে । ঘটনাস্থলে রয়েছে দমকলের ১০টি ইঞ্জিন । আগুন (Fire) নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা ।
সোমবার সকালের দিকে ওই প্লাস্টিকের কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা । মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা । স্থানীয়রাই দমকলে খবর দেয় । প্রথমে ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে । দাহ্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও ৬টা ইঞ্জিন ঘটনাস্থলে আসে । পরে আরও ২ টো ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ।
আরও পড়ুন, Figs Benefits in Winter : শীতে শরীর সুস্থ রাখতে খান ডুমুর, জেনে নিন এই ড্রাই ফ্রুটসের উপকারিতা
যেখানে আগুন লেগেছে, গোটা এলাকাই ঘিঞ্জি । আশেপাশে চামড়া, প্লাস্টিক, চপ্পলের কারখানা রয়েছে । তাই, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়ছে । দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষজনও জলের বালতি নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন । কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি ।