নিম্নচাপের জেরে শুক্রবার রাত থেকে প্রবল ঝড়বৃষ্টিতে জল জমে গেল রাজ্য সড়কে। এর জেরে আতঙ্ক ছড়িয়েছে গোপীবল্লভপুরে। একাধিক নদীর জলস্তর বাড়ায় শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন গ্রাম।
জানা গিয়েছে, প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ভেঙে পড়েছে মাটির বাড়ি, উপড়ে গিয়েছে বড় বড় গাছ। ফেঁকো থেকে গোপীবল্লভপুর যাওয়ার ৯ নং রাজ্যে সড়কের উপর তপসিয়াতে কাঁথোয়া খালের জল বেড়েছে। ফলে আপাতত গোপীবল্লভপুরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে তপসিয়ার। বন্ধ রয়েছে বাস পরিষেবা। তবে তপসিয়াতে কাঁথোয়া খালের উপর ভাঙ্গা সেতুর উপর দিয়েই পারাপার করছেন অনেকে।
এছাড়াও জামবনি ব্লকের চিল্কিগড়ে ডুলুং নদীর জলস্তর বেড়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও ছাতিনাশোলে প্রবল ঝড়ে ভেঙে পড়েছে একাধিক বড় বড় গাছ। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর, নয়াগ্রাম, জামবনী ,বেলপাহাড়ি এলাকাতেও বিপুল ক্ষয়ক্ষতির খবর মিলেছে। পাশাপাশি, জেলা জুড়েই চলছে বিদ্যুৎ বিভ্রাট।