ওড়িশা উপকূলে নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় রাজ্যে আবহাওয়ার (West Bengal Weather Report) ব্যাপক রদবদল। দুপুর গড়াতেই রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। আগেই রবিবার রাজ্যে ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী কলকাতা -সহ রাজ্যের একাধিক জেলায় ব্যাপক হারে বৃষ্টি হয়েছে।
রবিবারের বৃষ্টিতে (Rain) গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম জলমগ্ন। সাগরের বঙ্কিমনগর ১ নম্বর কলোনি নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে গিয়েছে এলাকা। মুড়িগঙ্গা নদীর বাঁধ ভেঙে যায় জোয়ারের জলে। সাগরের কাচুবেরিয়া-সহ বেশ কয়েকটি বাঁধ ভেঙে চাষের জমি প্লাবিত হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে বানভাসি মানুষদের জন্য ত্রানশিবির খোলা হয়েছে। প্রশাসন নজরদারি চালাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতার বাঁধ মেরামতির কাজ চালাচ্ছে প্রশাসন।
আরও পড়ুন: ৫০ বিঘা খামারবাড়ি অনুব্রত মণ্ডলের, বোলপুরে ফাঁকা চেয়ার রেখে বৈঠক তৃণমূল
এদিকে ভরা কোটালে রূপনারায়ণ নদীর জলও ফুঁসছে। যার ফলে হাওড়ার শ্যামপুরের ডিএম ঘাট, অনন্তপুর, পাঁচসেরা পাড়া সহ একাধিক এলাকায় জল ঢুকতে শুরু করেছে। বেশ কয়েকটি গ্রামে বন্যার আশঙ্কায় আতঙ্ক দেখা গিয়েছে।