টানা বৃষ্টির জেরে সুবর্ণরেখা, ডুলুং, কংসাবতী নদীতে জলস্তর বেড়েছে। বিভিন্ন জায়গায় জল বাড়ার কারণে যাতায়াতও প্রায় বন্ধ। এর মধ্যেই রবিবার ঝাড়খন্ডের গালুডি জলাধার থেকে জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা নদী। ক্রমশ জটিল হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি।
সেচ দফতর সূত্রে খবর, শনিবার বিকেল থেকে গালুডি জলাধার থেকে দফায় দফায় ৫লক্ষ ৮৯ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে প্রতি ঘন্টায় দশ সেন্টিমিটার করে বাড়ছে সুবর্ণরেখা নদীর জলস্তর। সেচ দফতরের এক আধিকারিক জানান, আরও ১২-১৩ ঘন্টা নদীর জল বাড়বে। ইতিমধ্যে ঝাড়খন্ডের জামশোলায় সুবর্ণরেখা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে।
অন্যদিকে, পরিস্থিতির কথা চিন্তা করে মৎসজীবীদের নদীতে যেতে নিষেধ করা হয়েছে। গোটা এলাকায় বিশেষ নজরদারি চালাচ্ছে প্রশাসন। নদী পার্শ্ববর্তী নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সমস্ত ফ্লাড সেন্টারগুলিকে প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল।