কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি উত্তর ভারতে। ইতিমধ্য়ে সেখানে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। তার মধ্যে শুধুমাত্র হিমাচল প্রদেশেই ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
গত শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তর ভারতের একাধিক রাজ্যে। হিমাচল প্রদেশের পাশাপাশি, দিল্লি, উত্তরাখন্ড, পঞ্জাব, হরিয়ানায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তার মধ্যে হিমাচল প্রদেশের অবস্থা সবথেকে ভয়াবহ। ধস, জাতীয় সড়ক ও সেতু ভেঙে যাওয়ার মতো প্রচুর ঘটনা ঘটেছে সেখানে।
হিমাচলের মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জায়গায়। মান্ডি, উনা, হামিরপুর, বিলাসপুর, শিমলা সহ বেশ কিছু জায়গার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। রাজ্যের প্রায় সমস্ত নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। জানা গিয়েছে বিতস্তা, শতদ্রু এবং চন্দ্রভাগা নদী ভয়াবহ আকার ধারণ করেছে। জানা গিয়েছে, সোলান উপত্যকায় রবিবারই ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে বৃষ্টি।