পুজোর আগেই প্রবল বৃষ্টিতে জলমগ্ন উত্তরবঙ্গের একাধিক এলাকা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহের বিভিন্ন এলাকায় জল ঢুকে ব্যাহত জনজীবন। প্রাণ বাঁচাতে এলাকাবাসী আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবিরে।
জানা গিয়েছে, রবিবার রাত থেকে ভুটান পাহাড় ও ডুয়ার্সে টানা বৃষ্টিতে ফুঁসছিল ডুয়ার্সের নদীগুলি। যার ফলে ডুডুয়া, জলঢাকা,আংরাভাষা নদীতে জলস্ফীতির জেরে ক্ষতির সম্মুখীন নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ। আংরাভাষা নদীর জল ঢুকে বানভাসি একাধিক গ্রাম। বানারহাট ব্লকের গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি, কোঙ্গারনগর কলোনি, বিবেকানন্দ পল্লি জলমগ্ন হয়ে পড়েছে। প্রায় এক কোমর জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন- Hooghly Rail Strike: সোমের পর মঙ্গলেও যাত্রী ভোগান্তি অব্যাহত, ফের খন্যানে রেল অবরোধ স্থানীয়দের
অন্যদিকে, গত দু’দিন ধরে প্রবল বেগে গঙ্গা, ফুলহরের জল ঢুকছে রতুয়ার বিভিন্ন এলাকায়৷ বিলাইমারির রুহিমারি, গঙ্গারামটোলা, দ্বারকটোলা, শিসাবন্না, হাটপাড়া সহ ১০টি গ্রামে জল ঢুকেছে৷ মহানন্দটোলার সম্বলপুর, কোতুয়ালি, জিয়ারামটোলা, বঙ্কুটোলা, বোধনটোলা সহ ১০টি গ্রামও এখন জলের তলায়৷ শুধু কৃষিজমি কিংবা পাড়া নয়, জল ঢুকতে শুরু করেছে অনেক বাড়িতেও৷
স্থানীয়দের অভিযোগ, তাঁদের এই অসহায় অবস্থাতেও কোনও হেলদোল নেই প্রশাসনের। বার বার সাহায্যের আবেদন করেও কোনও লাভ হয়নি বলেও অভিযোগ একাংশের।