ক্রমশ জটিল হচ্ছে উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি(Flood situation in North Bengal)। উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় নদীবাঁধ ভেঙে জল ঢুকছে। জলপাইগুড়ির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়(Saikat Chatterjee),পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ অন্যান্য আধিকারিকরা।
পাহাড় ও ডুয়ার্সে চলা অবিরাম বৃষ্টিতে ধস নেমেছে। জলপাইগুড়ির(Flood situation in Jalpaiguri) গয়েরকাটার প্রধানপাড়া নবকান্ত স্কুলের সামনে কাশিয়াঝোরার উপর থাকা কালভার্টের(Bridge collapsed in Jalpaiguri) একাংশ ভেঙে রীতিমতো ঝুলছে। গয়েরকাটা থেকে প্রধান পাড়া হয়ে খগেনহাট যাওয়ার রাস্তা ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা কার্যত বন্ধ। প্রতিদিন এক হাজারের উপরে মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বছরের অন্যান্য সময় শান্ত থাকলেও বর্ষাকালে ভয়ঙ্কর রূপ ধারণ করে কাশিয়াঝোরা। ফলে দ্রুত এই বন্যা পরিস্থিতির মোকাবিলায় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সেখানকার বাসিন্দারা।
অন্যদিকে, ডুয়ার্স অঞ্চলে রাতভর বৃষ্টির কারণে নদীগুলির জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জায়গায়। ধূপগুড়ি(Flood situation in Dhupguri) ব্লকের সাঁকোয়াঝোরা ২ অঞ্চলের পূর্ব মল্লিক পাড়া জ্যোতিষের কলোনির একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। আতঙ্কিত বাসিন্দারা বলেন, প্রতিবছরই বর্ষার সময় বন্যা পরিস্থিতির সম্মুখীন হন তাঁরা। পাশেই রয়েছে ডুডুয়া ও কালুয়া নদী(Dudua River)। নদীগুলিতে পাহাড়ের জল নেমে আসায় বন্যা পরিস্থিতি তৈরি হয় প্রতিবছর। বাড়িতে জল ঢোকায় পোষ্য গরু, ছাগল, হাস মুরগি নিয়েও সমস্যায় পড়েছেন তাঁরা। স্থানীয়দের দাবি, এভাবে ভারী বৃষ্টিপাত চলতে থাকলে জলে তলিয়ে যাবে তাঁদের বাড়িঘর।