Kanchanjanga Train Accident: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকালে রাঙাপানি স্টেশনে একটি মালগাড়ি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে। ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অন্তত ২৫ জন। কিন্তু কী কারণে দুর্ঘটনা?
রেলের তরফে দুর্ঘটনার কারণ নিয়ে কিছুই জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কারণে একটি লাইনে দুটি ট্রেন পরপর এসে গিয়েছে। এবং সেকারণে দুর্ঘটনা ঘটেছে। যদিও সেক্ষেত্রে কবচ (KAVACH) প্রযুক্তি কেন কাজ করল না সেনিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে চালকের এবং সিগন্যালম্যানের গাফিলতি রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
সোমবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে শিয়ালদহের উদ্দেশে রওনা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সাড়ে ৮টা নাগাদ রাঙাপানি স্টেশন পেরোনোর পরেই দুর্ঘটনাটি ঘটে। এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে একটি মালগাড়ি।