বিদেশ থেকে আগত যাত্রী করোনা পজেটিভ (Covid Positive)। র্যাপিড টেস্টে ধরা পড়ার পর তড়িঘড়ি তাঁকে দমদম বিমানবন্দর (Kolkata airport) থেকে নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে। বিমান বন্দর সূত্রের খবর, ওই মহিলা অস্ট্রেলিয়ার (Australia) বাসিন্দা। ব্রিটিশ পাসপোর্ট রয়েছে তাঁর। আপাতত তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। করা হচ্ছে করোনা পরীক্ষা।
জানা গিয়েছে, র্যাপিড টেস্টে ওই মহিলার করোনা ধরা পড়ে। বছর আটচল্লিশের ওই মহিলাকে অ্যাম্বুল্যান্সে করে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। প্রথমে তাঁকে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে। সেখানে চিকিৎসকরা ওই মহিলাকে প্রাথমিক ভাবে পরীক্ষা করে আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন- করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য? জানতে চাইল কেন্দ্র
চিনে (China) করোনার (Covid) বাড়বাড়ন্ত। যা নিয়ে সতর্ক গোটা দেশে। বিএফ.৭-এর হানা রুখতে মরিয়া কলকাতাও (Kolkata)। বিমানবন্দরে আগত যাত্রীদের করোনা পরীক্ষা করে তারপর রাজ্যে ঢোকার ছাড়পত্র দেওয়া হচ্ছে।