এবার রাজ্য বন দফতরের অধীনে থাকা বিভিন্ন পার্কগুলিকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে(Social Ceremony In Wild Park) ভাড়া দেওয়া হবে। সরকারের ভাঁড়ারে টানাটানির কথা বহুদিন আগেই জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই আর্থিক ঘাটতি মেটাতেই বিকল্প আয়ের উৎস খুঁজতে তৎপর বন দফতর। আর সেই আর্থিক সঙ্কট থেকে মুক্তি পেতেই এবার তাঁদের অধীনে থাকা বিভিন্ন পার্কগুলিকে সামাজিক অনুষ্ঠানে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর(West Bengal Forest Department)।
শুরুটা উত্তরবঙ্গ (North Bengal) থেকেই করতে চলেছে বন দফতর। সেখানে রাজ্য সরকারের অধীনে অনেক পার্ক আছে। এর মধ্যে বড় চারটি পার্ক আপাতত বিয়ে, জন্মদিন, প্রি-ওয়েডিং শ্যুট ও ওপেন এয়ার কনফারেন্সের জন্য ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। সোমবার জলপাইগুড়ির তিস্তা উদ্যানে একথা জানান উদ্যান বিভাগের ডিএফও(DFO) অঞ্জন গুহ।
বন দফতরের অধীনে থাকা জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান(Teesta Garden), মাল মহকুমার মাল পার্ক(Mal Park), কোচবিহারের এনএম পার্ক(NM Park) এবং বালুরঘাটের বালুরঘাট পার্ক(Balurghat Park) ভাড়া দেওয়া সিদ্ধান্ত। ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে এই পার্কগুলি দেওয়া হবে আমজনতাকে। বন দফতর জানিয়েছে, প্রি-ওয়েডিং শ্যুট করার ক্ষেত্রে খরচ ১১,০০০ টাকা, বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে খরচ পড়বে ৫০,০০০ টাকা, জন্মদিনে পড়বে ২৫,০০০ টাকা এবং ওপেন এয়ার কনফারেন্স করতে লাগবে ১৫,০০০ টাকা।
বন দফতরের(Forest Department) পার্কে অনুষ্ঠানের ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে। কোনওধরনের লেসার লাইট, ডিজে(DJ), প্লাস্টিক ব্যবহার করা যাবে না। এমনকি, বিকেলে বাচ্চাদের খেলাধুলো শেষ হলে তবেই পার্কে অনুষ্ঠান করার অনুমতি মিলবে।