মাধ্যমিকের প্রথম দিনই জলপাইগুড়িতে বুনো হাতির হামলায় মৃত্যু হয়েছে পরীক্ষার্থীর। এবার এই ঘটনায় সতর্ক হল বন দফতর। বাঁকুড়ার জঙ্গল লাগোয়া গ্রামে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য এই ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন।
বাঁকুড়ার জঙ্গল সংলগ্ন ৩টি পরীক্ষাকেন্দ্রকে ঝুঁকিপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় আছে বড়জোড়া হাইস্কুল, বেলিয়াতোড়া হাইস্কুল ও গদারডিহি হাইস্কুল। হুলা পার্টি মোতায়েন করা হয়েছে। এই তিন পরীক্ষাকেন্দ্রের শতাধিক পরীক্ষার্থীকে ২০টি গ্রাম থেকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসবে বন দফতরই। মোট ১৪টি গাড়ির ব্যবস্থাও করা হয়েছে।
বাঁকুড়ার বড়জোড়া, বেলিয়াতোড়, সোনামুখী, একাধিক অঞ্চলে হাতির ভয় আছে। বন দফতর সূত্রে খবর, ওই ৩টি রেঞ্জে বিভিন্ন জঙ্গলে প্রায় ৮০টি হাতি দাপিয়ে বেড়াচ্ছে।