গরু পাচার কাণ্ডে (Cow Smuggling Case) গ্রেফতার বিএসএফ-এর প্রাক্তন কমান্ড্যান্ট সতীশ কুমার (Satish Kumar) । প্রাক্তন এই বিএসএফ কর্তার বিরুদ্ধে গরু পাচারকারীদের থেকে ১২ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে । তাঁকে দীর্ঘ আট ঘণ্টা জেরা করে ইডি (ED) । এরপরই তাঁকে গ্রেফতার করা হয় ।
ইডি সূত্রে খবর, শুক্রবার গভীর রাত পর্যন্ত সতীশ কুমারকে জেরা করেন ইডির আধিকারিকরা । তাঁর বয়ানে সন্তুষ্ট ছিলেন না তাঁরা । তাছাড়া, বয়ানে অসঙ্গতিও ছিল বলে জানা গিয়েছে । এরপরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা । প্রসঙ্গত, এর আগেও একবার তাঁকে গ্রেফতার করা হয়েছিল । তবে, সেইসময় শর্তসাপেক্ষে জামিন পেয়ে যান তিনি । এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলার কথা রয়েছে গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত সতীশ কুমারকে । তাঁকে আরও জেরা করার জন্য হেফাজতে চাইবে ইডি । খবর এমনই ।
আরও পড়ুন, Uttar Pradesh News : ফের উত্তরপ্রদেশ, একই পরিবারের পাঁচ সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ
২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৭ মার্চ পর্যন্ত মালদা এবং মুর্শিদাবাদে সীমান্তরক্ষী বাহিনীর ৬টি ইউনিটের দায়িত্বে ছিলেন সতীশ কুমার। সেই সময় তিনি মালদার ৩৬ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট ছিলেন । অভিযোগ, সেইসময় গরু পাচারকারীর মাথার সঙ্গে যোগ ছিল তাঁর ।
গরু পাচার কাণ্ডে তদন্তে নেমে একাধিক হেভিওয়েটের নাম উঠে এসেছে ইডি-র হাতে । ইতিমধ্যে তাঁদের জেরাও করা হয়েছে । সেই তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরার নাম । তবে এই গরু পাচার কাণ্ডে প্রথম কোনও রাঘববোয়ালকে গ্রেফতার করল ইডি । বিএসএফ কর্তাকে জেরা করে আরও বেশ কয়েকটি নাম সামনে আসবে বলে মনে করেন ইডি’র আধিকারিকরা ।