কোভিডের (Covid 19) বাড়বাড়ন্তের মধ্যেই হবে চার পুরনিগমের ভোট। সোমবার রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পর জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। তবে প্রত্যেক রাজনৈতিক দলকে প্রচারের ক্ষেত্রে মানতে হবে কোভিড বিধি (Covid Norms)। শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগরে কোভিড পরিস্থিতি বুঝে গাইডলাইনে কড়াকড়ি করা হতে পারে।
সোমবার পুরনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশন জানিয়েছে, সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেলেও আপাতত ভোট পিছনোর প্রয়োজন নেই। তবে মানতে হবে নিষেধাজ্ঞা।
আরও পড়ুন: মনোনয়ন জমার শেষদিনে চূড়ান্ত বিশৃঙ্খলা বিধাননগরে,তার মধ্যেও মনোনয়ন জমা সব্যসাচী দত্তের
চার পুরনিগম নির্বাচনে কী কী বিধিনিষেধ থাকবে!
বাইক, সাইকেল বা এমনি মিছিল করা যাবে না।
প্রার্থী সহ সর্বাধিক পাঁচজন একসঙ্গে বাড়ি বাড়ি প্রচার করতে পারবেন।
বড় মাঠে সর্বাধিক ৫০০ জনকে নিয়ে সভা করা যাবে।
একটি হলে আসন সংখ্যার ৫০ শতাংশ লোক নিয়ে মিটিং করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা নেই।
আগের পদযাত্রা, বাইক বা সাইকেল মিছিলের অনুমতি প্রত্যাহার
রাত্রি আটটা থেকে সকাল নটা পর্যন্ত কোনও প্রচার কর্মসূচি করা যাবে না।
৪৮ ঘণ্টার বদলে প্রচার শেষ হবে ৭২ ঘণ্টা আগে
কোভিড পরিস্থিতিতে বুথের ব্যবস্থা
সমস্ত বুথ স্যানিটাইজ করতে হবে।
মাস্ক পরে বুথে ঢোকা বাধ্যতামূলক।
থার্মাল চেকিং ও স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে।
কোভিড আক্রান্তরা ভোটের দিন শেষ ঘণ্টায় নিজের বুথে ভোট দিতে পারবেন।