করোনাকে(Coronavirus) হাতিয়ার করে রাজ্যে সক্রিয় হয়েছে প্রতারণা চক্র। বুধবার এ বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন কলকাতা পুলিশের(Kolkata Police) জয়েন্ট সিপি(ক্রাইম) মুরলীধর শর্মা।
ক্রমবর্ধমান করোনা(Coronavirus) পরিস্থিতিতে সাধারণ মানুষের নাজেহাল দশা। এর ওপর আবার রাজ্যে বাড়ছে ওমিক্রন(Omicron) আক্রান্তের সংখ্যা। ফলে করোনা(Coronavirus) এবং ওমিক্রন(Omicron) থেকে সুস্থ থাকতে বহু মানুষই খুঁজছেন বুস্টার ডোজ(Booster Dose)। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার নতুন ছক কষেছে প্রতারকরা(Fraudstar)।
মুরলীধর শর্মা জানিয়েছেন, কোভিড-১৯(Covid-19) সংক্রমণ থেকে বাঁচতে বুস্টার ডোজ(Booster Dose) নিতে আগ্রহী কিনা জানার জন্য ফোন বা মেসেজ করছেন প্রতারকরা(Fraudstar)। সম্মতিসূচক উত্তর পেলে একটি লিঙ্ক(Link) পাঠানো হচ্ছে। সেই লিংকে ঢুকলেই অ্যাকাউন্ট থেকে রাতারাতি গায়েব হয়ে যেতে পারে সমস্ত টাকা(Money)।
আরও পড়ুন- Coronavirus: বিধিনিষেধ সত্ত্বেও জয় রাইড চলছে শহরে! নৈশ বিধি ভাঙায় তিন দিনে ২১৬২টি মামলা
কলকাতা পুলিশের(Kolkata Police) পক্ষ থেকে রাজ্যবাসীকে সতর্ক করে এইধরনের ফোন বা মেসেজ এলে লিঙ্ক ডাউনলোড থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ওটিপি(OTP) শেয়ার করতে বারণ করা হয়েছে।