ডিসেম্বর (December) মানেই বিয়ের মরসুম, এই সময় নানা দরকারে ব্যাঙ্কে (Bank) যাতায়াত লেগেই থাকে। জানিয়ে রাখি, যারা বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাঙ্কের কাজ ডিসেম্বরের জন্য তুলে রেখেছেন তারা এখনই মিটিয়ে নিন। কারণ, আগামী মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank Holidays)। এই ছুটি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI), এরমধ্যে ক্রিসমাস, শনি-রবিবার, বছরের শেষদিন রয়েছে।
সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাংকগুলিতে দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি থাকবে। এছাড়াও ক্রিসমাস, বছরের শেষ ও শুরুর দিনের ছুটি তো আছেই। বলাই বাহুল্য ব্যাঙ্ক-কর্মীদের জন্য এই ডিসেম্বর মাস কার্যত সোনায় সোহাগা সময়।
আরও পড়ুন: ৭২ ঘণ্টায় ৫ ডিগ্রি বাড়ল তাপমাত্রা, মাস শেষে উধাও শীত
এক ঝলকে দেখে নিন ডিসেম্বরের ছুটির তালিকা-