গঙ্গাসাগর মেলা শুরু ১০ জানুয়ারি থেকে। ১৪ তারিখ রয়েছে পুণ্যস্নান। চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। ইতিমধ্যেই অনেকে নিশ্চয়ই ডিসাইড করে ফেলেছেন গঙ্গাসাগরে যাবেন। কিন্তু কীভাবে যাবেন, কোথায় থাকবেন? তা নিয়ে চিন্তিত? আজ সেই সব প্রশ্নের উত্তর দেব আমরা।
গঙ্গাসাগরে গেলে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা মাস্ট। কারণ সাগরের তটে ঢেউয়ের আলপনা আপনার নজর কাড়তে বাধ্য। যদিও পূর্ব-পশ্চিম দু'দিকে দিগন্তবিস্তৃত জলরাশিতে ঢেউ নেই বললেই চলে। কিন্তু গঙ্গাসাগরের সূর্যোদয় আর সূর্যাস্তর রূপ আপনার নজর কাড়তে বাধ্য। গঙ্গাসাগরে পুণ্যস্নান করা ছাড়া তেমন কিছু দেখার নেই তবে, চাইলে একটা টোটো নিয়ে ঘুরে আসতে পারেন মনসামাতার মন্দির, নাগ মন্দির, লাইটহাউস, রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে।
কী ভাবে যাবেন?
কলকাতা থেকে গঙ্গাসাগরে যাওয়ার সবচেয়ে ভাল উপায় শিয়ালদহ থেকে ট্রেনে বসে নামখানা যাওয়া। নামখানা স্টেশন থেকে টোটো বা ভ্যানে করে লঞ্চঘাট। এরপর ঘাট পেরিয়ে বেণুবনে পৌঁছতে হবে। না এখানেই শেষ নয়। এখান থেকে আবার গাড়ি ধরে গঙ্গাসাগর।
চাইলে যেতে পারেন কাকদ্বীপ স্টেশন হয়ে। কাকদ্বীপ হয়ে গেলে স্টেশন থেকে টোটো করে যেতে হবে ৮ নম্বর লটের দিকে। সেখান থেকে ভেসেলে চেপে পৌঁছতে পারেন গঙ্গাসাগরে। তবে, দিনে মাত্র দুবার ভেসেল চলে।
আর যদি বাসে যেতে চান ধর্মতলা থেকে পেয়ে যাবেন গর্ভমেন্ট, প্রাইভেট দু'রকম বাসই। সাধারণ সময়ে ট্রেনে গঙ্গাসাগর পৌঁছতে এক জনের খরচ হয় বড়জোর ১৫০ টাকা। তবে, এই সময় দামে কিছু হেরফের হলেও হতে পারে।
কোথায় থাকবেন?
পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগরে থাকে উপচে পড়া ভিড়। মেলার জন্য সাজানো হয় সমুদ্রতট। থাকতে গেলে গুটি কয়েক বেসরকারি হোটেল রয়েছে। আর রয়েছে সরকারি লজ। তবে, এই সময়ে অনলাইনে বুকিং করে তবেই যাওয়া ভাল। অনলাইন বুকিং করা যাবে prdtourism.wb.gov.in এই ওয়েবসাইটে। এ ছাড়াও ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাসও রয়েছে।
আপনি কি মিষ্টি খেতে ভালবাসেন? তাহলে গঙ্গাসাগরে রয়েছে আপনার জন্য স্পেশাল সারপ্রাইজ। শুধু মেলা নয়, গঙ্গাসাগর বিখ্যাত মিষ্টি আর দইয়ের জন্য। বলা হয়, এখানকার মিষ্টি এখনও ধরে রেখেছে পুরানো পরিচয়। মিষ্টির স্বাদ এখনও নাকি রাজ-রাজাদের মণ্ডা-মিঠাইয়ের মতোই। তবে তীর্থস্থান হওয়ায় এখানকার খাওয়া দাওয়া বেশিইরভাগটাই কিন্তু নিরামিষ। আর খরচও এখানে বাজেট ফ্রেন্ডলি। ৫০ থেকে ৬০ টাকায়ই পাবেন ভরপেট খাবার। এই বছর গঙ্গাসাগর মেলা দেখতে হলে এখনই অনলাইনে বুকিং করে ফেলুন।