প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির নাম ঘোষণা করল রাজ্য। সোমবার রাজ্য শিক্ষা দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানায়, এক বছরের জন্য পর্ষদের নতুন সভাপতি হলেন গৌতম পাল। তিনি এখন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসাবে কর্মরত। এছাড়া সোমবার ১১ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা দফতর।
এত দিন পর্ষদের সভাপতি ছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। গত জুন মাসে কলকাতা হাই কোর্ট তাঁকে বরখাস্ত করে। আদালতের নির্দেশে অন্তর্বর্তী সভাপতি হিসাবে কাজ করছিলেন রত্না চক্রবর্তী বাগচী।