দমদমে নীতি পুলিশি। চায়ের দোকান মানেই আড্ডা, তর্ক-বিতর্ক ,হইহই আর মাঝে মাঝে সুখটান। এটিই চেনা চায়ের দোকানের চেনা ছবি। কিন্তু এবার চায়ের দোকানে গান-বাজনা মহিলাদের ধূমপানের ‘অপরাধে’ রেগে আগুন হয়ে যান দমদম নাগেরবাজার এলাকার দাগা কলোনির ক্লাব সদস্যরা। এরপর আপত্তি জানিয়ে চায়ের দোকান ভাঙচুর করা হয় বলেও অভিযোগ।
BJP West Bengal: মকর সংক্রান্তি শেষেই জাতীয় কর্মসমিতির বৈঠক, পঞ্চায়েত-লোকসভা নিয়ে চিন্তায় বিজেপি
চায়ের দোকানের মালিকের দাবি, চায়ের দোকানের সামনে গান করছিলেন যুবক-যুবতীরা কেউ কেউ ধূমপানও করছিলেন। তাতেই অভিযোগ তোলেন ক্লাবের সদস্যরা। এমনকি রাগের বশে চায়ের দোকান ভাঙচুর, মালিককে মারধরও করা হয় বলে অভিযোগ। ক্লাব সদস্যদের বিরুদ্ধে নাগেরবাজারের কামারডাঙা ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে।