এবার সরকারি আধিকারিকদের বিদেশ সফরেও নজরদারি রাজ্যের। বিদেশ সফরে গেলে খরচের হিসাব, পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিতে হবে। কী কারণে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোন হোটেলে থাকবেন, খরচের সব বিস্তারিত তথ্য জমা দিতে হবে নবান্নে। ফেরার পর সমস্ত বিলও জমা করতে হবে। ইতিমধ্যেই সরকারি আধিকারিকদের সম্পত্তির হিসেব নির্দিষ্ট সময়ে মধ্যে দেওয়া নির্দেশিকা জারি করেছে নবান্ন।
একের পর এক দুর্নীতি ইস্যুতে কোণঠাসা রাজ্য সরকার। দুই হেভিওয়েট নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বিরোধীদের সমালোচনার মুখে আর অস্বস্তি বাড়াতে চায় না সরকার। তাই রাজ্য সরকারি কর্মচারীদের ওপর আরও নজরদারি বাড়াল নবান্ন।
এতদিন বিদেশে যাওয়ার জন্য শুধু নবান্ন থেকে অনুমতি নিয়ে নিলেই হত। অনুমতি পেলেই বিদেশ যাওয়ার ছাড়পত্র পেতেন আধিকারিকরা। কিন্তু এবার আরও কড়া নিয়ম বিদেশ যাওয়ার ক্ষেত্রে আনতে চলেছে নবান্ন বলেই সূত্রের খবর।