রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিরাপত্তা বাড়ানো হল। তাঁর জন্য এবার বরাদ্দ হয়েছে জেডপ্লাস (Z+) সুরক্ষা বেষ্টনী। কেন্দ্রের তরফে খবর, গোয়েন্দা সংস্থাগুলির রিপোর্টের ভিত্তিতে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে জেড প্লাস নিরাপত্তা প্রদানের প্রস্তাব পাঠানো হয় স্বরাষ্ট্রমন্ত্রকে। সেখানে সিভি আনন্দ বোসের জীবনের ঝুঁকি বাড়ার আশঙ্কা প্রকাশ চাওয়া হয় জেড প্লাস নিরাপত্তা। সেই মোতাবেক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার বাংলার রাজ্যপালের নিরাপত্তা আরও বাড়িয়েছে বলেই খবর। এবার থেকে সিভি আনন্দ বোসের নিরাপত্তায় বহাল হলেন সিআরপিএফের জওয়ানরা।
গত বছর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসাবে নিযুক্ত হন ডঃ সিভি আনন্দ বোস। এই অবসরপ্রাপ্ত আইএএস (IAS)অফিসার জগদীপ ধনখড়ের স্থলাভিষিক্ত হন। এরপরেই ধনখড়কে উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে বিজেপি। তবে মধ্যবর্তী সময়ে বাংলায় রাজ্যপালের দায়িত্ব সামলান লা গণেশন।
আরও পড়ুন- Air India Flight : মদ্যপ অবস্থায় বৃদ্ধার গায়ে প্রস্রাব ! বিমানে অশ্লীল আচরণের অভিযোগ যুবকের বিরুদ্ধে