রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, ইতিমধ্যে ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মুখ্যমন্ত্রী বলেন, "খুব বিস্তারিত আলোচনা হল। বিশেষ করে আমরা রাত্তিরের সাথী যেগুলো করছি সেগুলো কী করে অ্য়াক্টিভেট করা যায় এবং সিকিউরিটি অডিটের ব্যাপারে সুরজিৎ কর পুরকায়স্থ ছিলেন, তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি একটা অ্য়াপ করে নেবেন। যাতে পুরো পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ করতে পারে।"
অন্যদিকে নিরাপত্তা নিয়ে ১০০ কোটি টাকা বরাদ্দ প্রসঙ্গেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, "আমরা ১০০ কোটি টাকা যেটা দিয়েছি যেটা অতিরিক্ত ওয়াশরুম, পরিশ্রুত পানীয় জল, রেস্টরুম, লাইট, CCTV...আমি প্রিন্সিপ্যালদের বলেছি PWD-র হাতে না ছেড়ে নিজেরাই দায়িত্ব নিন। একটা মেকলানিজম তৈরি করতে বলেছি যাতে কাজ ত্বরান্বিত করতে পারে।"
বৃহস্পতিবার বিকালে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই হাসপাতালগুলির নিরাপত্তায় একাধিক পদক্ষেপ করার কথা জানিয়েছেন তিনি।