দীর্ঘ আটমাস পর আদালতের হস্তক্ষেপে ক্ষতিপূরণ পেলেন হাঁসখালি কাণ্ডে নির্যাতিতার(Hanskhali Rape victim's family) পরিবার। সোমবার ক্ষতিপূরণের ৫ লক্ষ টাকা ওই পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে আদালতে জানায় রাজ্যের লিগাল সার্ভিসেস অথরিটি। উল্লেখ্য, যে সংস্থাকে ক্ষতিপূরণের দায়িত্ব দেওয়া হয়, তাঁরা বারবার শুনানি পিছনোর আবেদন জানিয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। চলতি সপ্তাহের শুরুতেই তার উল্লেখ করে রাজ্য সরকারকে ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি। তার ২৪ ঘন্টার মধ্যেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় বলে এদিন হাইকোর্টে জানায় রাজ্য সরকার(Govt of West Bengal)।
চলতি বছরের এপ্রিল মাসে হাঁসখালিতে এক নাবালিকাকে ধর্ষণের(Hanskhali Rape Case Update) অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতা(TMC on Hanskhali Rape Case) সমর গয়ালির ছেলে ব্রজগোপালের বিরুদ্ধে। দীর্ঘ টালবাহানার পর তাকে গ্রেফতার করে হাসখালি থানা(Hanskhali Police Station)। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ কয়েকটি ধারায় মামলা রুজু হয়। পকসো আইনেও মামলা দায়ের হয় ওই নাবালকের বিরুদ্ধে। ধর্ষিতার পরিবারের অভিযোগ ছিল, ওই তৃণমূল নেতা প্রভাব খাটিয়ে তাঁদের মুখ বন্ধ করতে বলেন। ঘটনার ৪ দিন পর চাইল্ড লাইনের সহযোগিতায় থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা-মা।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। রাণাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের(BJP MP Jagannath Sarkar) অভিযোগ ছিল, প্রভাবশালী তৃণমূল নেতার(TMC Leader accused in Hanskhali Rape Case) ছেলেকে আড়াল করতে আগে থেকেই নাবালিকার দেহ পুড়িয়ে দেওয়া হয়। যদিও পরবর্তীতে পুলিশ এই অভিযোগ অস্বীকার করে। পুলিশের পাল্টা দাবি, মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে ব্রজগোপালকে।