শুধু মাত্র টাকা করতে আসার জন্য তৃণমূল নয়। গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই পঞ্চায়েত স্তরে নেতা, কর্মীদের এই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তার প্রতিফলন দেখা যাচ্ছে নবান্ন থেকে জারি করা এক চিঠির মধ্যেও। সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের নির্যাস হচ্ছে এবার টাকা মারলেই এফআইআর। আর কোনও রকম ছুট দেওয়া হবে না। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কড়া বার্তায় বুঝিয়ে দিতে চেয়েছেন, আর কোনও রকম গাফিলতি এবং দুর্নীতি বরদাস্ত করা হবে না।
নবান্ন সূত্রে খবর, মূলত দুটি প্রকল্পের উপর কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার একটি একশো দিনের কাজ। ওই চিঠিতে স্পষ্ট করা হয়েছে, এই প্রকল্পের আওতায় গত এপ্রিল মাস থেকে যাঁদের জব কার্ড দেওয়া হয়েছে, তাঁদের নাম অবিলম্বে জেলা পোর্টালে নথিভুক্ত করতে হবে। এ ব্যাপারে বীরভূম-সহ একাধিক জেলাকে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে নির্দেশ, ভুয়ো কাজ দেখিয়ে যেখানে টাকা তোলা হয়েছে, সেখানে টাকা আদায়ের ব্যবস্থা করা হবে। আর এর ব্যবস্থা হিসাবে সরাসরি এফআইআর করার কথা উল্লেখ করা হয়েছে।
এই একই নির্দেশ আবাস যোজনার জন্য প্রযোজ্য হবে। সে ক্ষেত্রেও প্রয়োজনে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নবান্ন।
ফলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের বার্তা, তারপর নবান্ন থেকে এই চিঠি একটা বিষয়কে স্পষ্ট করে দিচ্ছি। রাজ্য়ের প্রায় নব্বই শতাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে, থাকলেও দলের অনেকেই এবার পঞ্চায়েত ভোটে টিকিট পাচ্ছেন না। কারণ, তৃণমূল আর দুর্নীতিকে রেয়াত করবে না।