Mamata Banerjee : পঞ্চায়েতে টাকা মারলেই কড়া শাস্তি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Updated : Aug 27, 2022 20:30
|
Editorji News Desk

শুধু  মাত্র টাকা করতে আসার জন্য তৃণমূল নয়। গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই পঞ্চায়েত স্তরে নেতা, কর্মীদের এই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তার প্রতিফলন দেখা যাচ্ছে নবান্ন থেকে জারি করা এক চিঠির মধ্যেও। সরকারি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের নির্যাস হচ্ছে এবার টাকা মারলেই এফআইআর। আর কোনও রকম ছুট দেওয়া হবে না। পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী কড়া বার্তায় বুঝিয়ে দিতে চেয়েছেন, আর কোনও রকম গাফিলতি এবং দুর্নীতি বরদাস্ত করা হবে না। 

নবান্ন সূত্রে খবর, মূলত দুটি প্রকল্পের উপর কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যার একটি একশো দিনের কাজ। ওই চিঠিতে স্পষ্ট করা হয়েছে, এই প্রকল্পের আওতায় গত এপ্রিল মাস থেকে যাঁদের জব কার্ড দেওয়া হয়েছে, তাঁদের নাম অবিলম্বে জেলা পোর্টালে নথিভুক্ত করতে হবে। এ ব্যাপারে বীরভূম-সহ একাধিক জেলাকে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে নির্দেশ, ভুয়ো কাজ দেখিয়ে যেখানে টাকা তোলা হয়েছে, সেখানে টাকা আদায়ের ব্যবস্থা করা হবে। আর এর ব্যবস্থা হিসাবে সরাসরি এফআইআর করার কথা উল্লেখ করা হয়েছে। 

এই একই নির্দেশ আবাস যোজনার জন্য প্রযোজ্য হবে।  সে ক্ষেত্রেও প্রয়োজনে এফআইআর দায়ের করার নির্দেশ দিয়েছে নবান্ন।
 ফলে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের বার্তা, তারপর নবান্ন থেকে এই চিঠি একটা বিষয়কে স্পষ্ট করে দিচ্ছি। রাজ্য়ের প্রায় নব্বই শতাংশ পঞ্চায়েত তৃণমূলের দখলে, থাকলেও দলের অনেকেই এবার পঞ্চায়েত ভোটে টিকিট পাচ্ছেন না। কারণ, তৃণমূল আর দুর্নীতিকে রেয়াত করবে না। 

FIRNabannaPanchayatpunishmentMamata Banerjee

Recommended For You

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত
editorji | লোকাল

Patharpratima Blast: বাজি কারখানায় পরপর বিস্ফোরণ, মৃত্যু ৪ শিশু-সহ ৮ জনের, আটক অভিযুক্ত

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা
editorji | লোকাল

Holi 2025: রঙে হবে না ক্ষতি, শাক-ফুল দিয়ে রঙ বানাচ্ছেন হর্টিকালচার বিভাগের পড়ুয়ারা-গ্রামের মহিলারা

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের