ভিনরাজ্য থেকে পুণ্যার্জনে গঙ্গাসাগর মেলায় এসে প্রৌঢ়ের মৃত্যু। নামখানায় পৌঁছে বাস থেকে নামার সময় হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রৌঢ়কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
১০ জানুয়ারি থেকে শুরু হওয়া গঙ্গাসাগর মেলায় এ বছর এই-ই প্রথম পুণ্যার্থীর মৃত্যু হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ধরম পাল (৫৮)। তিনি হরিয়াণার বাসিন্দা। এ দিন সকালে নামখানার নারায়ণপুরে পৌঁছয় বাস। বাস থেকে নামার সময়েই অসুস্থ হয়ে পড়েন ধরম পাল। সঙ্গে সঙ্গে তাঁকে নামখানা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভিনরাজ্যের প্রৌঢ়ের। ময়না তদন্তের জন্য দেহ কাকদ্বীপের হাসপাতালে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, এ বার গঙ্গাসাগরে আসা পুণ্যার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, দুর্ভাগ্যবশত কেউ প্রাণ হারালে তাঁদের জন্য ৫ লক্ষ টাকার বিমা ব্যবস্থা করানো হয়েছে।