বৃহস্পতিবার অফিস টাইমে দুটি বাসের সংঘর্ষে(Bus Accident in Howrah) আতঙ্ক ছড়ালো হাওড়া ব্রিজে। তার জেরে দুটি বাসের চালক এবং যাত্রী-সহ জখম হন ১২ জন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলেই খবর।
বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে ধর্মতলাগামী একটি বাস(Head on collision between two buses) এবং শিয়ালদহ থেকে হাওড়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। অফিস টাইমে হাওড়া ব্রিজের উপর এই দুর্ঘটনায় দুটি বাস মিলিয়ে মোট ১০ জন যাত্রী জখম হন। পাশাপাশি দুটি বাসের চালকরাও গুরুতর জখম হন। দুর্ঘটনার জেরে দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তার জেরে শিয়ালদহ(Sealdah-Howrah Bus) থেকে হাওড়াগামী বাসের চালক কেবিনে বেশ কিছু ক্ষণ আটকে পড়েন। পরে ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে সরানো হয়।
আরও পড়ুন- ED summoned Rujira:কয়লাকাণ্ডে অভিষেক-পত্নী রুজিরাকে ইডির তলব, সিজিওতে হাজিরার নির্দেশ
যাত্রীদের অভিযোগ, অফিস টাইমে বেশি যাত্রী তোলার জন্য বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। হাওড়া ব্রিজে(Accident on Howrah Bridge) ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা বাসে ধাক্কা মারে ধর্মতলাগামী বাসটি।