বুধবার বাড়িতে পড়ে গিয়ে রক্ত জমে গিয়েছিল মুকুল রায়ের মাথায়। ওইদিন গভীর রাতেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, OT সফল হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে অস্ত্রোপচারের পর বর্তমানে ভেন্টিলেশনে রাখা হয়েছে। তবে আজই তাঁকে ছাড়া হতে পারে। এরপর শারীরিক অবস্থা বিচার করে পরবর্তী পদক্ষেপ করা হবে।
পারিবারিক সূত্রে খবর, বুধবার রাতে হঠাৎ বাড়িতে পড়ে যান মুকুল রায়। আঘাত পেয়ে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়। প্রথমে তাঁকে কল্যাণী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।
দীর্ঘদিন ধরেই ডিমেনশিয়া রোগে আক্রান্ত মুকুল রায়। এর সঙ্গে ডায়াবেটিসেও আক্রান্ত তিনি। নিয়মিত ইনসুলিনও নেন তিনি।