উৎসবমুখর বাংলায় এখন একমাত্র ভিলেন বৃষ্টি। দুর্গাপুজোয় দফায় দফায় বৃষ্টিপাতের জেরে মানুষ কার্যত বিরক্ত হয়ে পড়েছিল। নবমী রাতটুকু কোনওরকমে ছাড় মিললেও ষষ্ঠী থেকে বৃষ্টি থামার নাম করেনি। দশমীতে দেবী দুর্গার নিরঞ্জনের পর এবার বঙ্গে শুরু হয়েছে লক্ষ্মী পুজোর তোড়জোড়। তবে এখনই নাকি বৃষ্টি থেকে নিস্তার নেই। হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার পর্যন্ত চলবে এই বৃষ্টি।
দশমীর সকালেও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে, এই বৃষ্টি একাদশী পেরিয়ে দ্বাদশী অবধিও চলবে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার পর্যন্ত। পুজোর টানা ছুটি, সুন্দর শরৎকাল উপভোগ করতে যারা পাহাড়ে যাবেন ভাবছেন বা গিয়েছেন তাদের সমস্ত মজাও মাটি করতে পারে বৃষ্টি। এমনটাই খবর হাওয়া অফিস সূত্রে ৷ দার্জিলিঙে একাদশী দ্বাদশীতে হালকা বৃষ্টি হলেও তারপর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি এবং সোমবার। এছাড়া কালিংপঙে এবং জলপাইগুড়িতে বৃহস্পতিবার ঝেঁপে নামবে বৃষ্টি।