প্রবল বর্ষণের জেরে ফুঁসছে উত্তরবঙ্গের(Flood Update in North Bengal) একাধিক নদী। জলস্তর বেড়েছে তিস্তা, বালাসন, জলঢাকার মতো নদীগুলির। এর উপর বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এর মধ্যেই এবার জল ঢুকতে শুরু করেছে কোচবিহারের বিভিন্ন ব্লকে(Flood situation in Coochbehar)।
কোচবিহারের তুফানগঞ্জ নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ি এলাকায় রায়ডাক নদীবাঁধ(Raydak River) ছাপিয়ে জল ঢুকে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন বহু মানুষ। এর মধ্যে বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে তুফানগঞ্জ রায়ডাক ভবনে(Raydak Bhawan)। লাগাতার বৃষ্টির জেরে কোচবিহারের(Cochbehar Flood situation) প্রত্যেকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে জেলা প্রশাসনকে সজাগ থাকার পরামর্শ নবান্নের(Nabanna)।
আরও পড়ুন-
অন্যদিকে, ডুয়ার্স অঞ্চলে রাতভর বৃষ্টির কারণে নদীগুলির জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জায়গায়। ধূপগুড়ি(Flood situation in Dhupguri) ব্লকের সাঁকোয়াঝোরা ২ অঞ্চলের পূর্ব মল্লিক পাড়া জ্যোতিষের কলোনির একাধিক বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে।