মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ে। আর তার জেরে নেমেছে ধস। অবরুদ্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। এছাড়াও কয়েকটি এলাকায় গাছ পড়ে অবরুদ্ধ হয়ে রয়েছে রাস্তা। যার ফলে তিস্তাবাজার থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বন্ধ রয়েছে।
বিগত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হয়েছিল উত্তরবঙ্গে। তারপর সাময়িক বিরামের পর মঙ্গলবার রাত থেকে ফের বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও ভারী বৃষ্টি হতে পারে। যার ফলে সমস্যায় পড়তে পারেন পর্যটকরা।
Read more- ফের লোকসভার স্পিকার পদে ওম বিড়লা, জয়ী ধ্বনি ভোটে
কালিম্পংয়ে লিকুভিড়েও ধস নেমেছে। যার ফলে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। কলিঝোরাতেও প্রবল ঝড় হয়েছে গতরাতে। যার কারণে NHPC বাংলো সংলগ্ন এলাকায় গাছ পড়ে গিয়েছে। সেকারণেও ওই রাস্তা দিয়ে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।