নিম্নচাপের বৃষ্টিতে বাঁকুড়ার ইন্দাস ব্লকের তথৈবচ অবস্থা। সেখানকার দেবখালে বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। ইতিমধ্যেই যাতায়াতের মূল মাধ্যম সেতু ডুবে যাওয়ায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। উল্লেখ্য, নিম্নচাপের জেরে বাঁকুড়ায় জারি হয়েছে কমলা সতর্কতা।
জানা গিয়েছে, ইন্দাস ব্লকের করিশুণ্ডা থেকে শান্তাশ্রম যাওয়ার পথে দেবখাল দিয়ে প্রবল বেগে বইছে জল। রীতিমতো প্রাণ হাতে করে খাল পারাপার করছেন সাধারণ মানুষ। তাঁদের দাবি, প্রতিবছর বর্ষাকালে তাঁদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। স্থানীয় পঞ্চায়েতকে বারবার জানানো হলেও সমস্যার সমাধাবন হয়নি। বিভিন্ন সময়ে ঝুঁকি নিয়ে যাতায়াতের ফলে ঘটছে নানা দুর্ঘটনা। আগামীতে যাতে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন না হন, তার জন্য একটি স্থায়ী সমাধান চাইছেন এলাকাবাসী।
এই দেবখালের উপর দিয়ে প্রতিদিন কয়েক'শো মানুষ নিজেদের রুটি-রুজির টানে যাতায়াত করেন পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায়। পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরা যাতায়াত করে। অভিযোগ, বর্ষাকালে একটু বৃষ্টি হলেই দেবখালের জলে ফুলে-ফেঁপে ওঠায় সমস্যায় পড়তে হয় তাঁদের। তাই খুব দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান চাইছেন এলাকার বাসিন্দারা।