নিম্নচাপের জেরে ফুঁসছে বাঁকুড়া, পুরুলিয়ার একাধিক নদী। কোথাও জলমগ্ন গোটা এলাকা, আবার কোথাও বা বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। আবহাওয়া দফতরের কমলা সতর্কতায় প্রমাদ গুণছেন বাকুড়া-পুরুলিয়ার মানুষজন।
শনিবার প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দাপটে রুপনারায়ন নদীতে উল্টে গেল তিনটি মাছ ধরা নৌকা। সঙ্গে সঙ্গেই উদ্ধার করা হয় মোট ১৮ জন মৎস্যজীবীকে। সকলেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, নিম্নচাপের ফলে শুক্রবার থেকে সারারাত ধরে বাঁকুড়া জেলায় মুষলধারে বৃষ্টি হওয়ায় গন্ধেশ্বরী ও তারকেশ্বর নদীর জল বেড়েছে। অবস্থা এতটাই গুরুতর যে, বেশ কয়েকটি সেতুতে বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। যেখানে বাঁকুড়া শহরে ৫ মিনিটেই পৌঁছে যাওয়া যেত; সেখানে ছয়-সাত কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে বাঁকুড়া শহরে।
নিম্নচাপের বৃষ্টিতে বাঁকুড়ার ইন্দাস ব্লকের তথৈবচ অবস্থা। সেখানকার দেবখালে বিপদসীমার ওপর দিয়ে বইছে জল। ইতিমধ্যেই যাতায়াতের মূল মাধ্যম সেতু ডুবে যাওয়ায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। উল্লেখ্য, নিম্নচাপের জেরে বাঁকুড়ায় জারি হয়েছে কমলা সতর্কতা।