সন্দেশখালি কাণ্ডে এখনই সিবিআই তদন্ত নয়। রাজ্যে পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল সিট। তবে থাকবে না ন্যাজাট থানা। বুধবার নির্দেশ কলকাতা হাই কোর্টের। হাই কোর্টের নির্দেশেই তদন্ত চলবে। ২ সদস্যের টিমও গঠন করল আদালত। সেই দলে সিবিআই-এর এক আধিকারিক ও রাজ্যপুলিশের এক আধিকারিককে রাখা হয়েছে।
এদিকে হাই কোর্টের নির্দেশে মঙ্গলবার রাতে সিসি ক্যামেরাও ইনস্টল করা হয়েছে শেখ শাহজাহানের বাড়িতে। সূত্রের খবর, মোট তিনটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া সরবেড়িয়ার বাজারেও সিসি ক্যামেরা বসেছে। সব মিলিয়ে ১০টি ক্যামেরা বসানো হয়েছে।
রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালিতে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। সেই ঘটনায় মূল অভিযুক্ত শাহজাহান শেখ এখনও অধরা। এদিন আদালতে ইডি আলকায়দা জঙ্গি ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন শাহাজাহানের।