যত কাণ্ড বীরভূমে। ফের সামনে এল নয়া অভিযোগ। পাথর বোঝাই লরি নিয়ে যাওয়ার সময় তোলা চাওয়া হয় বলে অভিযোগ। সেই অভিযোগে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। সেই মামলায় রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে এই মামলাতেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করার নির্দেশ দিল আদালত।
জানা গিয়েছে, ধ্রুব সাহা নামে এক ব্যক্তি এই জনস্বার্থ মামলা দায়ের করেন। সোমবার ছিল সেই মামলার শুনানি। মামলাকারীর হয়ে এদিন আদালতে সওয়াল করেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী। অভিযোগে নির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করা হয়নি। স্থানীয় দুষ্কৃতীরাই তোলা তোলে বলে অভিযোগ। সেই প্রক্রিয়া যাতে দ্রুত বন্ধ হয়, তেমনই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
আরও পড়ুন- Abhishek Banerjee: পঞ্চায়েত ভোটের আগে বীরভূমে বিশেষ নজর তৃণমূলের, বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আরও অভিযোগ, ভুয়ো সরকারি বিল ছাপিয়ে টাকা তোলা হয় বীরভূমের একাধিক জায়গায়। সোমবার এই অভিযোগ শুনে বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট পেশ করতে হবে রাজ্যকে। অবিলম্বে যাতে এই তোলাবাজি বন্ধ হয়, তেমন নির্দেশও দিয়েছেন তিনি।