নিম্নচাপ ও ভরা কোটালের জেরে রীতিমতো বানভাসি দিঘা। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার দাপটে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে তট সংলগ্ন রাস্তায়। ইতিমধ্যেই সমুদ্রের নোনা জলে ডুবে গেছে দিঘার রাস্তাঘাট। জল ঢুকেছে অন্তত ৩৫টি হোটেলে। বুধবার গুরুপূর্ণিমার দিন থেকেই সমুদ্রের চেহারা বদলেছে। শুক্রবার তা আরও ভয়াবহ আকার নিয়েছে বলেই দাবি স্থানীয়দের।
বৃহস্পতিবার থেকেই দিঘার সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। নজরদারির জন্য মোতায়েন রয়েছে নুলিয়া ও পুলিশ। জোয়ারের সময় কেউ যাতে সমুদ্রে নেমে পড়তে না পারেন সে জন্য প্রতিটি ঘাট দড়ি দিয়ে ঘিরে রাখা হয়েছে। জোয়ারের জলে এ ভাবে সৈকত শহর ভেসে যাওয়ার ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন স্থানীয়রা। প্রসঙ্গত, ইয়াসের সময় একইভাবে সমুদ্রের জল ঢুকে দিঘা শহর ভেসে গিয়েছিল।
আরও পড়ুন- Kalyani AIIMS: কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি কান্ডে বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ সিআইডির
গত কয়েকদিন সমুদ্রের ভয়ানক চেহারায় জলে নামা না গেলেও সৈকত সরণিতে দাঁড়িয়ে বিশাল বিশাল ঢেউয়ে স্নান করতে দেখা গিয়েছে বহু পর্যটককেই। অনেককেই সমুদ্রের ভয়ানক চেহারা ফ্রেমবন্দি করতে দেখা গিয়েছে। সমুদ্রের জল রাস্তায় চলে আসায় অনেকে আবার সেই জলে নেমেই সাঁতার কেটেছেন। দিঘা থানা জানিয়েছে, শুক্রবার পর্যন্ত পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা রয়েছে। শনিবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।