রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Coronavirus)। বন্ধ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এর মধ্যেই দোরগোড়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary 2022)। আজ, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে স্কুলে স্কুলে উচ্চমাধ্যমিকের ফর্ম ফিল আপ। তবে যাবতীয় বিধিনিষেধ মেনেই ফর্ম ফিল আপ করা হবে বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের ফর্ম ফিল-আপ। বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। কোভিড বিধির মধ্যেই ফর্ম ফিল-আপ চলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে ৬ জানুয়ারি থেকে চলতি মাসের ১৪ তারিখ পর্যন্ত ফর্ম ফিল-আপ করা যাবে। এই সময়ের মধ্যে ফর্ম ফিল-আপ না করলে দিতে হবে ফাইন। ফাইন দিয়ে ফর্ম ফিল-আপ করা যাবে এই মাসের ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত। ফর্ম ফিল আপের সময় একসঙ্গে ১০জনের বেশি পড়ুয়াকে স্কুল চত্বরে প্রবেশ করতে দেওয়া যাবে না। সবাইকে সামাজিক দূরত্ব বিধি মানতে হবে।
আরও পড়ুন: Covid in WB: কলকাতা একাই ৬ হাজার, বঙ্গে আক্রান্ত ১৪,০২২, করোনায় কাবু সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী
২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। একাদশ শ্রেণির ৬০টি বিষয়ে পরীক্ষা হওয়ার কথা। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আগেই জানিয়েছেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার বাইরের স্কুলে আসন পড়বে না। হোম সেন্টারেই পরীক্ষা হবে।