আগামী ২৪ মে, বুধবার উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সোমবার তিনি টুইট করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সাংবাদিক বৈঠকের মাধ্যমে ওই দিন বেলা ১২টায় উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করবে সংসদ।
পরীক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারবেন দুপুর সাড়ে বারোটা থেকে। স্কুলে উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং শংসাপত্র বিতরণ করা হবে ৩১ মে, ২০২৩ থেকে।
Indigo-Mothers' Day: মা-মেয়ে দু'জনেই কেবিন ক্রু! মাতৃদিবসে ভালোবাসার বিরল ভিডিও শেয়ার করল ইন্ডিগো
চলতি বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল ১৪ থেকে ২৭ মার্চ পর্যন্ত। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে আট লক্ষ, যা মাধ্যমিক পরীক্ষার্থীর তুলনায় প্রায় আড়াই লক্ষ বেশি।