বর্ষা আসতেই বাজারে রকমারি মাছের বাহার। এর মধ্যেই মৎসজীবীর জালে উঠল দৈত্যকার ইলিশ (Hilsa)। যার ওজন প্রায় ৩ কেজি। বিশালাকার ওই রুপোলি শস্যের দাম উঠেছে ৯ হাজার টাকা।
জানা গিয়েছে, উলুবেড়িয়া হীরাগঞ্জ এলাকায় গঙ্গা নদীতে জগন্নাথ বাগ নামে এক মৎস্যজীবীর জালে উঠেছে পেল্লায় বড় এই ইলিশ। যা দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
অন্যদিকে, দিঘা মোহনাতেও উঠল প্রায় ২৫-৩০ কেজির ৯টি তেলিয়া ভোলা (Telia Bhola)। যার কেজি প্রতি দর উঠেছে ৩১ হাজার টাকা। সব কটি মাছ মিলিয়ে মোট দর উঠেছে কয়েক লক্ষ টাকা।
জানা গিয়েছে, ওড়িশার ধামরা থেকে এক মৎস্য ব্যবসায়ী দিঘা মোহনায় মাছগুলি নিয়ে আসে। যা দেখতে ভিড় জমে মৎসজীবী থেকে পর্যটকদের।
আরও পড়ুন - বয়ানে অসঙ্গতি, সরকারি হাসপাতালে প্রসূতিকে মারধরের অভিযোগের ঘটনায় ঘনাচ্ছে রহস্য
দিঘার জি-কে ডি আড়তে এই মাছের নিলাম হয়। স্থানীয় সূত্রের খবর, এর আগেও জালে এই মাছ উঠেছে কিন্তু এই প্রথম এত ওজনের মাছ ধরা পড়েছে জালে।