রঙে রঙে রাঙিল আকাশ। আজ দোল৷ রাজ্যের বিভিন্ন কোণায় রঙের উৎসবে মেতেছেন রাজ্যবাসী। উত্তরবঙ্গের কোচবিহারে মদনমোহন ঠাকুরের পায়ে আবীর দিয়ে শুরু হয় উদযাপন। রাজ আমলের শ্বেত শুভ্র এই মন্দিরে রয়েছেন প্রাণের ঠাকুর মদন মোহন। এই মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ দোল উৎসব। দূরদূরান্ত থেকে বহু মানুষ এসে এই মন্দিরে ভিড় জমান।
এই মন্দিরের রীতি - সরস্বতী পুজোর দিন তুলে রাখা হিয় পলাশ ফুল। সেই ফুল থেকে তৈরি আবীর নিবেদন করা হয় মদনমোহনের পায়ে। রাসমেলার মাঠে এরপর শুরু হয় রঙ খেলা৷ উপস্থিত থাকেন রাজপরিবারের সদস্যরাও।