কলকাতার (Kolkata) পর সল্টলেকেও (Saltlake) বন্ধ হচ্ছে হুক্কা বার (Hookah Bar) । শীঘ্রই তা কার্যকর হবে বিধাননগর পুর এলাকায় । সম্প্রতি, কলকাতা পুরসভার তরফে শহরে হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছে । এরপরই বিধাননগর পুর এলাকাতেও যাতে হুক্কা বার (Hookah Bar to close in Saltlake) বন্ধ করা যায়, সেই বিষয়ে কড়া পদক্ষেপ করে বিধাননগর (Bidhannagar) পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত । সম্প্রতি, বিধান নগর পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে হুক্কা বার বন্ধের সুপারিশ করেছিলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) । জানা গিয়েছে, সেই সুপারিশ অনুযায়ী, বিধাননগর পুর এলাকার হুক্কা বারগুলি রাতারাতি বন্ধ হতে চলেছে । এই সিদ্ধান্তে সমস্যায় পড়েছেন হুক্কা বারের কর্মীরা ।
গোপনে বার চালানোর পাশাপাশি যদি হুক্কাও ব্যবহার করতে দেখা যায়, তাহলে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে । সল্টলেকের হুক্কা বারগুলির কর্মীরা চিন্তায় পড়ে গিয়েছেন । বহু কর্মী কর্মহীন হয়ে পড়েছেন । বার বন্ধ করার বিষয়ে কেন তাঁদের আগে জানানো হয়নি, কেন রাতারাতি হুক্কা বারগুলি এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলছেন রেস্তরাঁর কর্মীরা । রেস্তোরাঁর ম্যানেজারদের দাবি, হুক্কা বার নিয়ে যে নিয়ম-কানুন আছে, তা স্পষ্ট নয়। তাঁদের দাবি, সরকারের পক্ষ থেকে যদি কোনও নির্দিষ্ট নিয়ম জানানো হত বা লাইসেন্স দেওয়ার ব্যবস্থা থাকত, তাহলে খুব সুবিধা হত ।
আরও পড়ুন, Botanical Garden : গঙ্গা বক্ষে তলিয়ে যাবে গোটা বোটানিক্যাল গার্ডেন ! আশঙ্কা প্রকাশ পরিবেশবিদদের
উল্লেখ্য, কলকাতায় সমস্ত হুক্কাবার বন্ধের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছেন, হুক্কা বারের আড়ালে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগ উঠেছে। তরুনরা সেই মাদকে আসক্ত হয়ে পড়ছেন। তিনি জানিয়েছেন, কোনও রেস্তোরাঁতেও হুক্কা ব্যবহার করা যাবে না। ব্য়বহার করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।