ঘণ্টার পর ঘণ্টা অতিক্রান্ত। ক্য়ামক স্ট্রিস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের দফতরের সামনে এখনও বসে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। শুক্রবার স্কুল সার্ভিসে চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ওই বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। বৈঠক শেষে স্কুল সার্ভিস আন্দোলনের প্রতিনিধি জানিয়েছেন, বৈঠক ইতিবাচক হয়েছে।
অভিষেকের সঙ্গে তাঁদের এই বৈঠকের কথা শুনেই ক্যামাক স্ট্রিটে চলে আসেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। যদিও তাঁদের সঙ্গে অভিষেকের কোনও বৈঠক ছিল না। বিকেল থেকেই তাঁর অভিষেকের দফতরের সামনে অবস্থান শুরু করেন। রাত কাটিয়ে শনিবারও ক্যামক স্ট্রিটেই আছেন তাঁরা।
যদিও আগামী এক সপ্তাহের মধ্যেই তাঁদের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই আশ্বাসে অবশ্য় চিঁজে ভেজেনি। টেট উত্তীর্ণদের দাবি, অভিষেককে তাঁদের কাছে আসতে হবে। কোনও প্রতিনিধি মারফত এই আশ্বাস তাঁরা মানবেন না।
এখন প্রশ্ন হচ্ছে, এর রাজনৈতিক অভিঘাত কতটা সুদূরপ্রসারী?
পর্যবেক্ষকদের অনেকের মতে, এই যদি চলতে থাকে তাহলে টেটের পর দমকল আসবে, তারপর খাদ্য দফতর আসবে এবং চলতেই থাকবে। উপুর্যপুরি চাপ তৈরি হবে ক্যামাক স্ট্রিটে। সবাই মনে করতে শুরু করবে ক্যামাক স্ট্রিটে গেলেই চাকরির আশ্বাস মিলবে।