পারিবারিক বিবাদের জেরে শাশুড়ি, ভাসুর, জা ও ভাসুরের কিশোরী কন্যাকে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ উঠল গৃহবধূর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটে হাওড়া থানার এমসি ঘোষ লেনে। খুনের অভিযোগে গ্রেফতার ছোট ভাইয়ের স্ত্রী পল্লবী ঘোষ। এখনও পলাতক তাঁর স্বামী দেবরাজ। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ভাইয়ে ভাইয়ে বিবাদ ওই পরিবারে। বুধবার রাতে শৌচাগারে কল খুলে রাখা নিয়ে জা রেখা ও ভাসুর দেবাশিসের সঙ্গে অশান্তি শুরু হয়। নিজের ৭ বছরের ছেলেকে দোতলার ঘরে বন্ধ করে কাটারি নিয়ে নীচে নেমে জা-ভাসুরকে কোপাতে শুরু করেন পল্লবী। বাধা দিলে শাশুড়ি মাধবী ও জায়ের মেয়ে ১৩ বছরের তিয়াসাকে এলোপাথাড়ি কোপান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। বাঁচাতে গিয়ে জখম হন এক আত্মীয়।
জানা গিয়েছে, দেবাশিস ও দেবরাজের মধ্যে সম্পত্তিকে কেন্দ্র করে বিবাদ লেগেই থাকতো। বুধবার রাতে সেই বিবাদ চরমে পৌঁছায়। চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে যান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় হাওড়া থানার পুলিশ। যদিও ততক্ষণে দেবরাজ ঘোষ এলাকা থেকে পালিয়ে যায়। পুলিশ এসে দেবরাজের স্ত্রী পল্লবীকে গ্রেফতার করে। ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ।