হাওড়ার ক্রিসমাস কার্নিভালে অশান্তি নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নড়েচড়ে বসল হাওড়া পুলিশ। বুধবার রাতে কার্নিভালে অশান্তি ও গণ্ডগোল পাকানোর অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তির নাম রাজ জালান ও আকাশ দত্ত। পুলিশ সূত্রে খবর, আরও কয়েকজনের বিরুদ্ধেও গণ্ডগোল করার অভিযোগ উঠেছে। তাঁদেরও খুঁজছে পুলিশ।
কার্নিভালে বেআইনি পার্কিং ফি আদায় করা হচ্ছে। এই অভিযোগ ঘিরে বুধবার রাতে ধুন্ধুমার বেধেছিল। নিরাপত্তার কারণে কার্নিভাল বন্ধ করে দেন হাওড়ার পুর চেয়ারপার্সন। অভিযোগ ওঠেন শিবপুরের বিধায়ক ও মন্ত্রী মনোজ তিওয়ারির ৪০-৫০ জন সঙ্গীর বিরুদ্ধে। এই নিয়ে বৃহস্পতিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ফের কার্নিভাল চালু করার নির্দেশ দেন তিনি।
এরপরই দুই পক্ষের সঙ্গে মধ্যস্থতা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ক্রীড়ামন্ত্রী আশ্বাস দেন, যে বিষয়টি কেন্দ্র করে গোলমালের সূত্রপাত, সেই পার্কিং পুলিশ দেখবে। এরপর ক্রীড়া প্রতিমন্ত্রী ও পুর চেয়ারপার্সনকে মঞ্চে বসিয়ে তিনি ঘোষণা করেন, এই ধরনের কার্নিভালে অনেক মানুষের রোজগার জড়িয়ে থাকে। ২ জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও, তা শেষ হবে ৩ জানুয়ারি। একদিন মাঝে বন্ধ থাকায় এই সিদ্ধান্ত।