উচ্চ মাধ্যমিকে ইংরেজিতে অনুত্তীর্ণ হওয়ার পর আত্মহত্যা করলেন মালদার হবিবপুরের ছাত্রী শম্পা হালদার। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর পাশ করানোর দাবিতে মালদহ শিক্ষা দফতরের সামনে অন্য অনুত্তীর্ণ ছাত্রীদের সঙ্গে তিনি আন্দোলনও(HS students agitation) করেছিলেন। শনিবার গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। শম্পা হবিবপুরের আর এন রায় গার্লস স্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। ওই স্কুল থেকে মোট ১৮০ জন পরীক্ষার্থী ছিলেন। তার মধ্যে ৮০ জন পাশ করেন। বাকিরা অকৃতকার্য হন।
পাশ করানোর দাবিতে মালদহের(HS student commits suicide) বুলবুলচণ্ডী এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন শম্পা সহ অন্য অকৃতকার্য ছাত্রীরা। সম্প্রতি জেলা শিক্ষা দফতর ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। সেই বিক্ষোভেও ছিলেন শম্পা।
আরও পড়ুন- Abhishek Banerjee Campaign: ‘দিদিকে বলো’-র পর এবার তৃণমূলের নয়া চমক 'এক ডাকে অভিষেক'
শম্পার বাবা কুশি হালদার জানিয়েছেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় পরিবারের সদস্যদের অলক্ষ্যে মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। জেলার অতিরিক্ত সুপার শাহ অমিত কুমার বলেন, ‘‘প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ার কারণেই ওই ছাত্রী আত্মহত্যা(Malda student suicide) করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’’