কোচবিহারের এক মহকুমা শহরের একটি বাড়িতে আজ বাঁধভাঙা ভিড়! পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সংবাদমাধ্যমের প্রতিনিধি কে নেই? সকলের আকর্ষণের কেন্দ্রে এক ১৮ এর তরুণী। অদিশা দেবশর্মা(Adisha Debsharma)। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন অদিশা। আর তাই স্বপ্ন সফল হয়েছে অদিশার ঠাকুরদার। ছোট থেকেই ঠাকুরদা নাতনিকে বলতেন, "এমন রেজাল্ট করিস, বাড়িতে যেন মিডিয়া আসে'।
তবে সারাদিন বইমুখে বসে থাকতেন না অদিশা। কোভিডকালে বেশি সময়টাই বাড়িতে কেটেছে, ঘনঘন মোবাইল ঘাটার জন্য, গান শোনার জন্য বাবা মায়ের কাছে বকাও খেয়েছেন। কিন্তু পড়াশোনাটা করে গিয়েছেন নিয়মিত। আর পড়তে পড়তে একঘেয়ে লাগলেই পছন্দের কিছু নিয়ে সময় কাটিয়েছেন। নাচ গান আবৃত্তি, সবেতেই অদিশার আগ্রহ ছোট থেকেই।
WB HS Results 2022 Out:আগামীতে পথশিশুদের জন্য কাজ করতে চাই, জানালেন উচ্চ মাধ্যমিকের প্রথম অদিশা
পড়াশোনাই যেন একমাত্র সঙ্গী না হয়, তাহলে পড়াকে চাপ মনে হবে, জুনিয়রদের জন্য এটাই অদিশার টিপস।
এবছর উচ্চ মাধ্যমিকে ৪৯৮ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের অদিশা দেবশর্মা। আদিশা জানিয়েছেন তিনি ভবিষ্যতে পথশিশুদের নিয়ে কাজ করতে চান।