ভুয়ো কিউআর কোড লাগিয়ে বিপুল পরিমাণ শব্দবাজি ভিন্ রাজ্যে পাচারের ছক বানচাল করল পুলিশ৷ উদ্ধার হল সাড়ে আট কুইন্টাল বাজি। হাতেনাতে গ্রেফতার করা হল দুই পাচারকারীকে।
পুলিশ জানিয়েছে, বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার বড়বাজারের কাছে এমজি রোডে একটি গাড়িকে দাঁড় করায় পুলিশ। ওই গাড়ি থেকে বিপুল পরিমাণে বাজি উদ্ধার হয়।
Nagerbazar Murder Case : বাগানবাড়ি থেকে উদ্ধার ব্যক্তির দেহ, খুন না আত্মহত্যা, কী বলছে পুলিশ ?
জানা গিয়েছে, বারুইপুর পুলিশ থানা এলাকার অন্তর্ভুক্ত চম্পাহাটি থেকে বাজি নিয়ে যাওয়া হচ্ছিল বিহারের পাটনায়। চম্পাহাটির বাসিন্দা বাপ্পা মুখোপাধ্যায় এবং রঞ্জিত মিত্র ওরফে কালি নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করে বিস্ফোরক আইনের একাধিক ধারায় মামলা দেওয়া হয়েছে।
পুলিশকে বিভ্রান্ত করতে গাড়িতে রাখা বাজির বাক্সে ভুয়ো কিউআর কোড লাগিয়ে রেখেছিলেন অভিযুক্তেরা। ওই কোডগুলি স্ক্যান করে দেখা যায়, কিছুই মিলছে না। পরে বাক্স খুলে প্রায় প্রায় ৮৪০ কেজি বাজি উদ্ধার করা হয়। দত্তপুকুর, এগরা, বজবজ সহ বিভিন্ন জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনার পর অবৈধ ও নিষিদ্ধ বাজি রুখতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। সেই আবহেই এল বড় সাফল্য।