পার্থ-অর্পিতা কান্ডের রেশ মিটতে না মিটতেই ফের বিপুল টাকা উদ্ধার রাজ্যে। হাওড়ার পাঁচলায় ঝাড়খণ্ডগামী একটি গাড়ি থেকে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট ও সোনাদানা। আটক ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। টাকা গোনার জন্য আনা হয় কারেন্সি কাউন্টিং মেশিন। গভীর রাত পর্যন্ত গণনা চলেছে। জানা গিয়েছে, ওই গাড়িতে প্রায় ৪৯ লক্ষ টাকা ছিল।
পুলিশ সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতে তাঁরা তল্লাশি চালায় একটি কালো ইনোভা গাড়িতে। খবর ছিল, কলকাতা থেকে ঝাড়খণ্ডগামী ওই গাড়িতে গচ্ছিত রয়েছে প্রচুর টাকা। বিকেলে পাঁচলায় ৬ নম্বর জাতীয় সড়কের উপর রানিহাটি মোড়ের কাছে গাড়িটিকে থামানো হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৪৯ লক্ষ টাকা।
আরও পড়ুন- Arpita Mukherjee: অর্পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও ২ কোটির খোঁজ, বেলঘড়িয়ার ফ্ল্যাটে ফের তল্লাশি
অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়কের নাম রাজেশ কাশ্যপ, নমন দীক্ষিত এবং ইরফান আনসারি। গাড়ি, টাকা এবং বিধায়কদের নিয়ে যাওয়া হয় পাঁচলা থানায়। কোথা থেকে এত টাকা এল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কংগ্রেস বিধায়কদের জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে পুলিশ।